আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা ইসলামের যত বিধান ও নির্দেশনা দিয়েছেন সব কিছুর পিছনে রয়েছে মহান উদ্দেশ্য ও লক্ষ। সেটিই ইসলামী শরী‘আর লক্ষ-উদ্দেশ্য হিসাবে আল-কুরআন ও সুন্নায় আলোচিত হয়েছে। অত্র প্রবন্ধে শরী‘আর নানামুখী উদ্দেশ্য ও লক্ষ উদাহরণসহ আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই লক্ষসমূহের শ্রেণিবিভাগ ও উদাহরণও পেশ করা হয়েছে। কীভাবে ইসলামী শরী‘আর এ সকল লক্ষ-উদ্দেশ্য জানা যাবে সেটিও অত্যন্ত প্রাঞ্জলভাবে এতে তুলে ধরা হয়েছে।