মুমিনের পারিবারিক জীবন
লেখক: ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
প্রচণ্ড অস্থির একটা পৃথিবীতে বাস করছি আমরা। আর এই অস্থির সময়ে সবচেয়ে অবহেলিত, উপেক্ষিত একটা টার্ম হচ্ছে পরিবার। পরিবারগুলো এখন যখন তখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, পারিবারিক বন্ধন টিকিয়ে রাখা কিংবা পরিবারের জন্য স্যক্রিফাইস করা—এটা যেন এখন সেকেলে ধারণা, আধুনিক সমাজে অচল। অথচ পরিবার হচ্ছে সমাজ কাঠামোর মূল ভিত্তি, সুখী পরিবার একটি সুখী সমাজ বা রাষ্ট্র গঠনের পূর্বশর্ত। আর একটি সুন্দর পরিবার গঠনের পূর্বশর্ত হচ্ছে পরিবারকে ইসলামের আদলে গড়ে তোলা। একটি সুখী, সুন্দর পরিবার গঠনের পূর্ণাঙ্গ দিক-নির্দেশনা ও সালাফদের জীবন থেকে নেওয়া নমুনা দিয়ে সাজানো এই বইটি আমাদের বর্তমান সময়ের অসংখ্য পারিবারিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে—এটা আমাদের দৃঢ় বিশ্বাস।