কীভাবে আমরা রাসূলুল্লাহ সা. কে ভালোবাসবো?
লেখক: ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
মু’মিন মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত মুমিনের প্রধান কর্তব্য। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রাখা ঈমানের এক অতি গুরুত্বপূর্ণ অংশ। এটি শ্রদ্ধা, গভীর ভালোবাসা আর হেদায়েতের এক চমৎকার সমাহার রূপ হবে। ঈমানের আলোকিত প্রকাশ মুমিনের হৃদয়ে আলোকিত হয়, শিহরিত হয়, বিনা আমলের জীবন যেমন সাজে না, প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণে হৃদয় আলোকিত হয়, তাঁর জীবনচরিত আলোচনা করা হয় কিংবা তাঁর মুখনিঃসৃত বাণী পাঠ করা হয়। সবকিছুই দীক্ষায় দীক্ষিত হৃদয়কে তাঁর আদর্শের মহত্বে ও সৌন্দর্যে মহিমান্বিত করে, উম্মতের প্রতি তাঁর প্রগাঢ় ভালোবাসায় আপ্লুত করে। তাঁর একনিষ্ঠ হেদায়েত অনুসরণে বিভ্রান্ত মনের শান্তির প্রত্যাশী মানুষেরা স্বস্তি পায়, আর দুনিয়ার জেলখানায় মলিন যারা তাদের জন্য এটি হয়ে ওঠে মুক্তির উপায়। ক্রয় করতে কল করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন : 01872836242